এই কোর্সে C# এর সব বেসিক আলোচনা শেষ করে একটি প্রজেক্ট করে দেখানো হয়েছে। প্রোজেক্ট হিসাবে – একটি কার রসিং গেম তৈরি করে দেখানো হয়েছে। প্রোগ্রামিং এর কোন ধারনা না থাকলেও এই কোর্সটি বুঝতে আপনার অসুবিধা হবে না। ভার্সিটিতে C# দিয়ে প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপারে যারা অল্প সময়ে C# দিয়ে প্রজেক্ট বানানো শিখে নিতে চান তাদের জন্য এই কোর্সটি অনেক ভাল একটি নির্বাচন হবে বলে আমার বিশ্বাস।
ভূমিকা
C# খুবই জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা। চমৎকার Visual Studio IDE এর কারনের C# এ কোড লেখা অনেক বেশি সহজ এবং আনন্দময়। এই কোর্সটি আমি একেবারে নতুনদের কথা মাথায় রেখে তৈরি করেছি। C# এর বেসিক আলোচনা শেষে একটি প্রজেক্ট করে দেখানো হয়েছে। প্রোজেক্ট হিসাবে একটি Car Racing Game তৈরি করে দেখানো হয়েছে। আশা করছি কোর্সটি আপনি উপভোগ করবেন।
কাদের জন্য এই কোর্স
- আপনি যদি প্রোগ্রামিং এর জগতে একেবারে নতুন হয়ে থাকেন এবং অল্প সময়ে C# শিখে নিতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য।
- প্রোগ্রামিং এর বেসিক ধারনা আছে, কিন্তু নতুন করে C# শিখতে চান তাহলে এই কোর্সটি করতে পারেন।
- একাডেমিক প্রয়োজনে C# জানতে হবে এবং C# দিয়ে একটি প্রোজেক্ট জমা দিতে হবে – এমন পরিস্থিতিতে এই কোর্স নির্বাচন আপনার ভাল সিদ্ধান্ত হবে।
এই কোর্স থেকে যা শিখবেন
- C# এবং .NET নিয়ে প্রাথমিক আলোচনা।
- .NET Application এর Architecture কেমন তা চিত্রসহ বর্ণনা।
- কিভাবে Visual Studio IDE ইনস্টল করে কোড লিখবেন, কোড রান করবেন, কিভাবে ডিবাগ করবেন, কিভাবে IDE এর সাজেশন ব্যবহার করে কোড লেখা আরও আনন্দময় করে তুলবেন- এইসব চমৎকার ব্যাপারগুলো জানতে পারবেন।
- প্রোগ্রামিং এর একেবারে বেসিক ব্যাপারগুলো ভিজুয়ালি উপস্থাপন করে অনেক সহজবোধ্য ভাবে শেখানো হয়েছে। যেমনঃ ভেরিয়েবল কিভাবে একটি মেমরী এড্রেস তৈরি করে, ভেরিয়েবলে মান রাখলে সেটি কিভাবে সংরক্ষন হয় এইসব ব্যাপারগুলো একাবের চিত্র সহ উপস্থাপন করা হয়েছে। তাই এই কোর্সের বেসিক দিয়ে আপনি অন্য একটি প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ শিখার সময়, এই বেসিকগুলো আর নতুন করে জানতে হবে না।
- এই কোর্সে যদিও ক্লাস, অবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় নাই তারপরেও ক্লাস এবং অবজেক্ট এর আলোচনা শুরু করার সময় প্রাথমিক ধারনা দিয়ে তারপর পরবর্তি আলোচনা শুরু করেছি। অর্থাৎ এই কোর্স এর প্রতিটি বিষয়বস্তুকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যেন, কোন আলোচনা বুঝতে হলে অন্যকোথায় থেকে কিছু জিনিস জেনে আসতে হবে এমন যেন না হয়।
- ভেরিয়েবল,অগমেন্টেট এক্সপ্রেশন, মেথড, লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট – এই সব বেসিক আলোচনা শেষ করে একটি চমৎকার প্রজেক্ট করে দেখানো হয়েছে। সেই প্রোজেকট এর প্রতিটি লাইন ব্যাখ্যা করে দেখানো হয়েছে।
সোর্স কোড
আপনি যখন যেই ভিডিও দেখছেন, সেই ভিডিও তে যেই কোড করে দেখানো হচ্ছে, সেই কোড গুলো ঐ ভিডিও এর পরেই দেওয়া থাকবে, যেন আমার কোডটা দেখে আপনার কোডের ভুলটা বের করতে পারেন।
বিঃ দ্রঃ এই কোর্সের কোন আপডেট বের হলে আপনাকে আবার সেটি কিনতে হবে না। আপনি যখনই এই কোর্সটি কিনলেন তারপর থকে আজীবন এই কোর্সটি দেখতে পারবেন এবং এই কোর্সের যেকোন আপডেট আপনি স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন। তবে, আপনার একাউন্ট দিয়ে একাধিক ব্যক্তি লগিন করে কোর্সটি দেখলে আপনার একাউন্টটি আমাদের সিস্টেট লক করে দিবে।
Awesome!
Awesome! like the way of talking, presentation and to the point explanation. I was afraid of my university project and I enrolled to this course to submit my C# project. And finally I submit a project developed by myself where every single code I wrote is clear.
as a learning purpose best best
Helpful for a student who is not understanding how to write a C# code .The project is best for helping academic purpose .